04/04/2025 আমি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ ঘটত না: ট্রাম্প
মুনা নিউজ ডেস্ক
১১ মে ২০২৩ ১১:২৭
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ ঘটত না বলেও মন্তব্য করেন ট্রাম্প। বুধবার তিনি এক বক্তব্যে এসব কথা বলেন। খবর সিএনএনের।
ট্রাম্প বলেন, আমি চাই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে মানুষের হতাহত হওয়া বন্ধ হোক।
তিনি বলেন, ‘আমি জয়-পরাজয়ের প্রেক্ষাপট নিয়ে ভাবি না। আমি মনে করি এটি নিষ্পত্তি করার দরকার। কারণ এতে অনেক লোক নিহত হচ্ছেন।’
পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, তিনি একটি চরম ভুল করেছেন। তার মতো একজন স্মার্ট লোকের দ্বারা রুশ বাহিনীর মধ্যমে ইউক্রেনে আগ্রসন চালানো উচিত হয়নি।
ট্রাম্পের দাবি— যদি তিনি এখনো হোয়াইট হাউসে থাকতেন, তবে এটি (ইউক্রেন যুদ্ধ) ঘটত না। এর আগে তিনি বলেছিলেন, আমি যদি ক্ষমতায় থাকতাম তবে ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করতাম।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.