11/23/2024 সরে দাঁড়ালেন ইমরান, নতুন চেয়ারম্যান গহর আলী
মুনা নিউজ ডেস্ক
২ ডিসেম্বর ২০২৩ ০৮:১২
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের অনুপস্থিতিতে দলের নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। শনিবার পিটিআইয়ের প্রধান নির্বাচন কমিশনার নিয়াজুল্লাহ নিয়াজি জানান, ব্যারিস্টার গহর আলী খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ওমর আইয়ুব খান।
সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের সদ্য সাবেক প্রধান ইমরান খান নিজেই ব্যারিস্টার গহর আলীকে দলের প্রধান পদে মনোনীত করেন। গহর আলী খান পিটিআইয়ের একজন সিনিয়র নেতা এবং দলের আইনজীবী দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
নতুন চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী বলেন, তিনি ইমরান খানের প্রতিনিধি হিসেবে দলের নেতৃত্ব দেবেন। তিনি বলেন, পিটিআই আবারও ক্ষমতায় ফিরে আসবে এবং ইমরান খান প্রধানমন্ত্রী হবেন।
গহর আলী খান বলেন, দলের অনেক নেতা মামলার মুখোমুখি হলেও তারা আদালত থেকে মুক্তি পাচ্ছে না। তিনি বলেন, দলের নেতাকর্মীদের উপর রাজনৈতিক প্রতিহিংসা চলছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.