11/23/2024 ৩য় বারের মতো মধ্যপ্রাচ্যে ব্লিংকেন
মুনা নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩ ০৪:৩৮
চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ চলাকালে এটি হবে তার তৃতীয় মধ্যপ্রাচ্য সফর।
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ দু’দিন বাড়ানোর ঘোষণার মধ্যেই ২৭ নভেম্বর সোমবার এক আমেরিকান কর্মকর্তা ব্লিংকেনের সফরের কথা জানান।
এদিকে, ব্লিংকেন চলতি সপ্তাহে কপ-২৮ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে দুবাইতেও যাবেন। কারণ প্রেসিডেন্ট জো বাইডেনের সম্মেলনে যোগ দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আর যাচ্ছেন না। তবে তিনি কেন যাচ্ছেন না তার কারণ জানা যায়নি।
আমেরিকান কর্মকর্তা জানান, ব্লিংকেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রামাল্লায় ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠক করবেন। এ সময়ে তিনি গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখা এবং সকল জিম্মি মুক্তি ও গাজার বেসামরিক নাগরিকদের অধিকতর সুরক্ষার ওপর জোর দেবেন।
উল্লেখ্য, মধ্যস্থতাকারী কাতারের ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ ৪৮ ঘণ্টা বাড়ানোর ঘোষণার পরিপ্রেক্ষিতে ব্লিংকেনের মধ্যপ্রাচ্য সফর অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র : বাসস
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.