11/23/2024 বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ
মুনা নিউজ ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩ ০৩:৪০
বাংলাদেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
আজ ২৮ নভেম্বর, মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। এবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মোট জনসংখ্যার মধ্যে পুরুষ আট কোটি ৪১ লাখ ৩৪ হাজার তিনজন আর নারী রয়েছে আট কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। বাংলাদেশে ভাসমান জনসংখ্যা ২২ হাজার ১৮৫ জন।
এতে আরো উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ১১ বছরে সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে চার কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন রয়েছে।
জনসংখ্যার ঘনত্ব ৯৭৬ জন প্রতি বর্গকিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১৯ জনে। মোট জনসংখ্যার মধ্যে কাজে নিয়োজিত রয়েছে ৩৭.২১ শতাংশ, কাজ খুঁজছে ১.৬৫ শতাংশ, কাজ করে না ২৯.৩২ শতাংশ।
বাংলাদেশে কাঁচা ঘর ৬৬.১৯ শতাংশ থেকে নেমে এসেছে ৫৮.৭৮ শতাংশে। আর পাকা ঘর ১১.৩২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২২.৪৬ শতাংশ বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.