11/23/2024 পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সামরিক বহরের ওপর আত্মঘাতী বোমা হামলা
মুনা নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩ ০৪:১১
পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে ২৬ নভেম্বর, রোববার সামরিক বহরের ওপর এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ সেনা আহত হয়। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু শহরে ওই হামলা হয় বলে জানিয়েছে একাধিক সরকারি সূত্র। আহত অন্তত তিনজনের অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছেন তারা।
পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া শাখা ওই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেনি।
সরকারবিরোধী হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে। তাদের সাথে আফগানিস্তানে তালেবানের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়।
আফগান সীমান্তের কাছে উত্তর ওয়াজিরস্তানসহ বান্নু এবং এর আশপাশের এলাকায় নিয়মিত উগ্র হামলা হয়।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে দুই বছর আগে ইসলামপন্থী তালেবান আবার ক্ষমতায় আসার পর থেকে পলাতক উগ্ররা সে দেশের নিরাপদ আশ্রয় থেকে সহিংস হামলা জোরদার করেছে।
কর্মকর্তারা বলছেন, সহিংসতায় ২ হাজার ৩০০-র বেশি পাকিস্তানি নিহত হয়েছে যাদের বেশির ভাগ নিরাপত্তা বাহিনীর সদস্য। ফলে তালেবান সরকারের সাথে পাকিস্তান সরকারের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে।
এক ডজনের বেশি উগ্র বিদ্রোহী গোষ্ঠীর জোট, নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান বা টিটিপি বেশির ভাগ সহিংসতার দায়িত্ব দাবি করে।
পাকিস্তানি কর্মকর্তাদের অভিযোগ, টিপিপির সিনিয়র কমান্ডারসহ প্রায় ৬ হাজার সদস্য আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের জন্য আফগানিস্তানে অবাধে আশ্রয় নিয়েছে ও হামলা চালাচ্ছে। তালেবান কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।
সূত্র : ভয়েস অফ আমেরিকা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.