11/22/2024 উপসাগরে বিমানবাহী রণতরী আইজেনহাওয়ার মোতায়েন যুক্তরাষ্ট্রের
মুনা নিউজ ডেস্ক
২৭ নভেম্বর ২০২৩ ০২:৫৯
পারস্য উপসাগরীয় এলাকায় বিমানবাহী রণতরী ইউএস আইজেনহাওয়ারকে মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে নৌবাহিনী জানায়, তাদের রণতরীটি হরমুজ প্রণালী অতিক্রম করে উপসাগরের পানিসীমায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মিশনকে 'সমর্থন' দেবে এই রণতরী।
যুক্তরাষ্ট্র বলেছে, রণতরীটি 'গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পানিপথে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে এলাকাটিতে টহল দিচ্ছে এবং একইসাথে 'পুরো অঞ্চলে' যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রয়োজন পূরণ করছে।
ইউএসএস আইজেনহাওয়ারের সাথে রয়েছে গাইডেড-মিসাইল ক্রুইজার ইউএসএস ফিলিপাইন সি, গাইডেড-মিসাইল ডেস্ট্রোয়ার ইউএসএস গ্রাভলি এবং ইউএসএস স্টেথেম এবং ফরাসি ফ্রিডেট ল্যাঙ্গুডক।
এডেন উপসাগরে জলদস্যূতার আরেকটি খবর প্রকাশিত হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র রণতরীটি এলো। ইসরাইলি একটি গ্রুপের একটি বাণিজ্যিক কার্গো জাহাজটি জলদস্যূরা দখল করে বলে জানা যায়।
সূত্র : আল জাজিরা, এএফপি এবং অন্যান্য
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.