11/24/2024 মৌসুমের প্রথম বার্ড ফ্লু, ৪০ হাজার মুরগি নিধন করছে জাপান
মুনা নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩ ০৬:৩৬
চলতি মৌসুমে প্রথমবারের মতো প্যাথোজেনিক এইচ-৫ শ্রেণীভুক্ত এভিয়েন ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে জাপানে। দেশটির দক্ষিণ অঞ্চলের একটি খামারে এই ভাইরাস শনাক্ত হয়েছে। খবর রয়টার্স।
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হচ্ছে, বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় সাগা এলাকার একটি পোল্ট্রি ফার্মের প্রায় ৪০ হাজার মুরগি নিধন করবে স্থানীয় প্রশাসন।
এ বিষয়ে জাপানের কৃষি মন্ত্রণালয় ভাইরাস শনাক্তের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এনএইচকে।
এদিকে ভাইরাসের বিস্তার ঠেকাতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সংশ্লিষ্ট মন্ত্রিপরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসবেন বলে জানা গেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে অনুসারে, গতকাল শুক্রবার ওই খামারে কিছু মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ওসব প্রাণীগুলোর জেনেটিক পরীক্ষার মাধ্যমে ভাইরাস শনাক্ত হয়।
গত কয়েক বছরে বিশ্বজুড়ে বার্ড ফ্লুর সংক্রমণ বাড়ায় লাখ লাখ পাখি মারা যায়। জাপানের কৃষি মন্ত্রণালয় জানায়, গতবছর দেশটিতে এই ভাইরাসের আক্রমণে নানা প্রজাতির পাখিসহ এক কোটি ৭৭ লাখ হাঁস-মুরগি মারা গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.