11/23/2024 সিলেট-১০ কূপে নতুন স্তর, দৈনিক মিলবে দেড় কোটি ঘনফুট
মুনা নিউজ ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩ ০৫:৪৫
বাংলাদেশের সিলেট গ্যাস ফিল্ডের ১০ নম্বর কূপে গ্যাসের নতুন স্তর সন্ধান পাওয়া গেছে। এই স্তর থেকে দৈনিক দেড় কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মিজানুর রহমান।
তিনি বলেন, উন্নয়ন কূপ থেকে ডিএসটির সময় সফলতা পাওয়া গেছে। নতুন স্তর থেকে দৈনিক দেড় কোটি ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছি। গত জুনে কূপটির খনন কাজ শুরু করা হয়।
গ্যাস উন্নয়ন তহবিল ও সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হতে যাচ্ছে সিলেটের ১০ নম্বর কূপের খনন কাজ। এজন্য গ্যাসফিল্ড কোম্পানির সঙ্গে সিনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশন, চায়নার সঙ্গে গত বছরের ১১ সেপ্টেম্বর চুক্তি স্বাক্ষর করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.