11/23/2024 ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পক্ষে স্পেন
মুনা নিউজডেস্ক
২৩ নভেম্বর ২০২৩ ১৫:০৬
স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পক্ষে এবং ‘খুব স্বল্প সময়ে’ মানবিক যুদ্ধবিরতি হবে বলে তারা আশা করছেন।
স্প্যানিশ রেডিও স্টেশন আরএনই-এর সাক্ষাৎকারে আলবারেস বলেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র মধ্যপ্রাচ্যে শান্তির জন্য সর্বোত্তম গ্যারান্টি হবে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রুর সাথে বৃহস্পতিবার ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ভ্রমণ করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের একটি কবরস্থানে বুধবার একটি গণকবরে বেশ কয়েকজন ব্যক্তির লাশ দাফন করা হয়েছে। নীল টারপলিনে মোড়ানো লাশগুলোকে স্ট্রেচারে করে নামানো হয়। লাশগুলো বালুকাময় গর্তে ধীরে ধীরে দাফন করা হয়। কিছু কবর শিশুদের জন্যও খনন করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের জরুরি কমিটির বাসেম দাবাবেশ এএফপি’কে জানান, ‘এই শহীদদের বিদায় জানানোর মতো কেউ নেই। তাই আমরা তাদের কবর দেয়ার জন্য একটি গণকবর খনন করেছি। তারা অজানা শহীদ।’
কবরস্থানের কমিটির সদস্যদের মতে উত্তর গাজা উপত্যকার ইন্দোনেশিয়া ও আল-শিফার হাসপাতালগুলো থেকে এসব বিপূল সংখ্যক লাশ বয়ে আনা হয়।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরের প্রান্তে অবস্থিত ইসরাইলি বিমান হামলার শিকার ইন্দোনেশিয়া হাসপাতালটি সোমবার আংশিক খালি করা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.