11/23/2024 যুক্তরাষ্ট্রের কয়েন টস করে মেয়র নির্বাচন
মুনা নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৩ ০৩:৩২
কয়েন টসের মাধ্যমে নির্বাচিত হয়েছেন শহরের মেয়র। অবিশ্বাস্য হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। ১৭ নভেম্বর,শুক্রবার দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় এভাবেই শহরের মেয়র নির্বাচন করা হয়। একে রীতিমতো উন্মাদ কাণ্ডও বলছেন অনেকে। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদেন বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা শহরে কয়েন টসের মাধ্যমে মেয়র নির্বাচিত হয়েছেন। দুজন মেয়রপ্রার্থী সমান ভোট পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েন টসের মাধ্যমে মনরোর নতুন মেয়র নির্বাচিত হয়েছেন রবার্ট বার্নস এবং রানার আপ হয়েছেন বব ইয়ানাসেক।
গত ৭ নভেম্বরের একটি নির্বাচনে অন্য তিন প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে ভোটারদের উপস্থিতি ছিল খুবই কম। ভোট গণনা শেষে দেখা যায়, বার্নস এবং ইয়ানাসেক প্রত্যেকেই একই সংখ্যক (৯৭০ টি) ভোট পেয়েছেন।
উভয় ব্যক্তি গত শুক্রবার স্থানীয় নির্বাচন বোর্ডের একটি সভায় যান এবং ভোট পুনঃগণনা বাতিল করেন। এরপর মেয়র নির্বাচনে আইনানুযায়ী টাই-ব্রেকার ডাকা হয়।
এই টাই-ব্রেকার ছিল কয়েন টস। এতে বার্নস এবং ইয়ানাসেকের মধ্যে যিনি জিতবেন তিনি নর্থ ক্যারোলিনার বৃহত্তম শার্লটের প্রায় ২৫ মাইল দক্ষিণ-পূর্বের ৩৫ হাজার বসতির শহরের মেয়র হবেন।
বার্নস কয়েন টসের আগে একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে বলেছিলেন, ‘এখন সবকিছু ঈশ্বরের হাতে। প্রত্যেকের যা করার কথা ছিল তা করেছে, এবং এখন আমরা একটি কয়েন টস করতে যাচ্ছি। এটি ব্যতিক্রমী বলে মনে হচ্ছে এবং সম্ভবত একটু প্রাচীন। আমি জানি, লোকেরা কীভাবে সিদ্ধান্ত নিয়েছে...এই সিদ্ধান্ত নিয়েছে যে...সম্ভবত এটি কখনই ঘটবে না। কিন্তু এটা এখানে ঘটছে।’
কয়েক মিনিট পরে ইয়ানাসেক টসের জন্য প্রধানদের ডাকেন, যা একজন নির্বাচনী কর্মকর্তার তত্ত্বাবধানে ছিল। কয়েনে টেল ওঠে। এ সময় বার্নস উল্লাসে পেছনের দিকে চলে যান। বার্নসের সমর্থকেরাও উল্লাস করে।
বার্নস দুই হাত উপরের দিতে তুলে ধরেন এবং স্ত্রীকে চুম্বন করেন এ সময় তিনি ইয়ানাসেকের সঙ্গেও আলিঙ্গন করেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.