11/23/2024 বিএনপিকে নিয়ে করা প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার
মুনা নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৩ ০৩:২৫
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ ব্রিফিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিকে নিয়ে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে। মঙ্গলবারের ওই ব্রিফিংয়ে এক সাংবাদিক মিলারের কাছে প্রশ্ন করেন যে, ‘বিএনপির সহিংসতার পথ বেছে নেয়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ন করছে কিনা?
এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর না দিয়ে মিলার আবারও বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, সেটি দেখতে চায়। এটাই যুক্তরাষ্ট্রের নীতি। বিষয়টি এর আগেও বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে।
এর আগে ২০ নভেম্বর বাংলাদেশি এক সাংবাদিকের জাতীয় নির্বাচন নিয়ে করা প্রশ্নের উত্তরে মিলার বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না। শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন— বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্রও তা চায়।
বাংলাদেশের জনগণের স্বার্থে ওই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকার, বিরোধী দল, নাগরিক সমাজসহ সব অংশীদারের সঙ্গে সম্পৃক্ত থাকবে।
এরপর প্রশ্নকারী আবার মিলারকে জিজ্ঞেস করেন যে, ‘যুক্তরাষ্ট্র মানবাধিকারকে গুরুত্ব দেয়। এই মানবাধিকারের প্রেক্ষাপটে তিনি কি বাংলাদেশে বিএনপি কর্তৃক সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাবেন?’ তবে এই প্রশ্নেরও জবাব দেননি মিলার।
তিনি বলেন, ‘আমি মনে করি, আমার আগের জবাবেই এই প্রশ্নের উত্তর দেয়া হয়েছে’।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.