11/22/2024 অঘোষিত সফরে কিয়েভে লয়েড অস্টিন
মুনা নিউজ ডেস্ক
২১ নভেম্বর ২০২৩ ০২:৪৭
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন কিয়েভ গেলেন। তার এই সফরের নিয়ে আগে থেকে কোনো ঘোষণা দেয়া হয়নি।
কিয়েভে গিয়ে অস্টিন আবার জানিয়েছেন, ইউক্রেনকে সমর্থন করে যাবে যুক্তরাষ্ট্র। ২০ নভেম্বর সোমবার কিয়েভে পৌঁছানোর পর এক্স-এ অস্টিন লিখেছেন, 'ইউক্রেনের নেতাদের সাথে মিলিত হওয়ার জন্য আমি কিয়েভ এসে পৌঁছেছি। আমি একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই। তা হলো, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আগেও ইউক্রেনের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।'
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এটা অস্টিনের দ্বিতীয় ইউক্রেন সফর।
এই সংঘাত শুরু হওয়ার পর আমেরিকা ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থসাহায্য করেছে। আবার ইউক্রেনকে সমানে সাহায্য করার জন্য প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন রিপাবলিকানদের রোষের মুখেও পড়েছে।
আগামী মাসে আমেরিকায় দুই দেশের সামরিক শিল্প সম্মেলনও হবে।
পাশ্চাত্য দেশগুলোর কাছ থেকে অস্ত্র পাওয়ার সম্ভাবনা ভবিষ্যতে কমতে পারে মনে করে কিয়েভ এখন তাদের দেশে অস্ত্রের উৎপাদন বাড়াবার চেষ্টা করছে।
সূত্র : ডয়চে ভেলে
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.