11/23/2024 মিডিয়া পর্যবেক্ষকের বিরুদ্ধে মামলার হুমকি ইলন মাস্কের
মুনা নিউজ ডেস্ক
১৯ নভেম্বর ২০২৩ ০৫:০৬
একটি আমেরিকান মিডিয়া পর্যবেক্ষকের বিরুদ্ধে ‘থার্মোনিউক্লিয়ার মামলা’ দায়ের করার হুমকি দিয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। ওই মিডিয়া পর্যবেক্ষক দাবি করেন, এক্সে (সাবেক টুইটার) অ্যান্টি-সেমিটিক পোস্টের সঙ্গে বিভিন্ন বিখ্যাত কোম্পানির বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে। এর ফলে ডিজনি, অ্যাপলসহ প্রধান ব্র্যান্ডগুলো এক্স প্ল্যাটফর্ম থেকে সরে গেছে।
আমেরিকার ওই নজরদারি গ্রুপ মিডিয়া ম্যাটারস এই সপ্তাহের শুরুতে বলেছিল, এটি দেখতে পেয়েছে আইবিএম, অ্যাপল, ওরাকল এবং কমকাস্টের এক্সফিনিটির করপোরেট বিজ্ঞাপনগুলো এক্সে অ্যান্টি-সেমিটিক পোস্টের সঙ্গে দেখানো হচ্ছে।
ব্যবসা, ভোক্তা এবং আইনের শাসনের জন্য ক্ষতিকর বিষয়সহ নানা বিষয়ে থার্মোনিউক্লিয়ার মামলা করা হয়ে থাকে। এই আইন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে এর বিচারিক কার্যক্রম হয়। এই ধরনের মামলায় বিবাদীকে প্রায় ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার ক্ষতিপূরণ বা জরিমানা করা হয়ে থাকে।
আইবিএম গত বৃহস্পতিবার বলেছে, ওই মিডিয়া পর্যবেক্ষকের তথ্যর ভিত্তিতে কোম্পানিটি এক্সে দেওয়া সব বিজ্ঞাপন বাতিল করেছে। মিডিয়া ম্যাটারস ওই সময় আইবিএমকে জানায়, কোম্পানিটির বিজ্ঞাপনগুলো অ্যাডলফ হিটলার এবং নাৎসি পার্টির প্রচারকারী পোস্টের সঙ্গে দেখানো হয়েছিল।
তবে এক্সে বিজ্ঞাপন দেওয়া বন্ধ ওই পর্যবেক্ষক প্রতিষ্ঠানের হস্তক্ষেপের এক দিন আগে শুরু হয়েছিল, যখন একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এক্সে ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ ষড়যন্ত্র তত্ত্বকে টেক্কা দিতে পোস্ট দেন। তিনি দাবি করেন, ইহুদি সম্প্রদায় নিজেদের বিরুদ্ধে যেসব প্রচার বন্ধ চান, তাঁরা শ্বেতাঙ্গদের বিরুদ্ধে একই ধরনের ঘৃণা ছড়াচ্ছেন।
২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ সিনাগগে ১১ জনকে হত্যাকারী বন্দুকধারীর প্রচারিত ধারণাগুলোর মধ্যে একটি ছিল এই তত্ত্ব। ইতিহাসে এটি সবচেয়ে বড় ও মারাত্মক ইহুদিবিদ্বেষী হামলা। ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে ওই পোস্টটির উত্তর লিখেন, ‘আপনি আসল সত্য বলেছেন।’
মাস্কের এক্সে বিজ্ঞাপন দেবে না ডিজনি-অ্যাপল-আইবিএমমাস্কের এক্সে বিজ্ঞাপন দেবে না ডিজনি-অ্যাপল-আইবিএম
ডিজনি, ওয়ার্নার ব্রোস ডিসকভারি এবং কমকাস্ট, লায়ন্স গেট এন্টারটেইনমেন্ট এবং প্যারামাউন্ট গ্লোবালও এক্স থেকে তাদের বিজ্ঞাপনগুলো সরিয়ে নিচ্ছে। অ্যাক্সিওস জানিয়েছে, অ্যাপলও একই কাজ করবে।
নিজের প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপনদাতাদের তাড়ানোর এই চক্রান্তের কড়া জবাব দিয়েছে মাস্ক। তিনি এই চক্রকে বাক্স্বাধীনতার ‘সবচেয়ে বড় নিপীড়ক’ বলে অভিহিত করেছেন। তিনি আজ শনিবার সকালে একটি পোস্টে বলেছেন, ‘অনেক বড় বড় বিজ্ঞাপনদাতারা, আপনার বাক্স্বাধীনতার অধিকারের সবচেয়ে বড় নিপীড়ক।’
টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক এই ইস্যু নিয়ে দ্বিতীয় এক্স পোস্টে বলেছেন, ‘আগামী সোমবার আদালত খোলার সঙ্গে সঙ্গে এক্স করপোরেশন মিডিয়া ম্যাটারসসহ এই প্রতারণামূলক চক্রান্তে জড়িতদের বিরুদ্ধে একটি থার্মোনিউক্লিয়ার মামলা দায়ের করবে।’
গত বৃহস্পতিবার আইবিএম ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছিল, ‘আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এই পরিস্থিতি তদন্তপূর্বক এক্সের সব বিজ্ঞাপন স্থগিত করেছি।’
এক্সের নীতিমালায় ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা নিষিদ্ধ। বিশেষ করে যেগুলো সহিংসতা বা সহিংস ঘটনার উল্লেখ করে, যেখানে কোনো সুরক্ষিত গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়, যেখানে হয়রানি করাই উদ্দেশ্য, যেসব পোস্টে বা ছবিতে গণহত্যাকে প্রচার করা হয়; যেমন হলোকাস্ট। কিন্তু এরপরও অ্যান্ট-সেমিটিক এবং নাৎসিপন্থী বিষয়বস্তু এই প্লাটফর্মে প্রদর্শিত হতে থাকে।
গত বৃহস্পতিবার বাম ঘরানার মিডিয়া নজরদারি গ্রুপ মিডিয়া ম্যাটারস অ্যাপল, এনবিসি ইউনিভার্সাল, আইবিএম এবং ওরাকলের মতো বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনগুলো এক্সে প্রকাশ্যে নাজিপন্থী টুইটগুলোর প্রদর্শনের একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করে।
একটি উদাহরণে, হিটলার এবং নাৎসিবাদ ‘আধ্যাত্মিক জাগরণের’ প্রতিনিধিত্ব করে বলে দাবি করা একটি পোস্ট অ্যাপলের ম্যাক কম্পিউটারের বিজ্ঞাপনের ঠিক ওপরে দেখা গেছে।
মাস্ক ইহুদিবাদ এবং চরমপন্থার ধরন পর্যবেক্ষণকারী অ্যান্টি-ডিফেমেশন লিগকেও (এডিএল) অভিযুক্ত করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই দলটি ‘ডি ফ্যাক্টো শ্বেতাঙ্গবিরোধী বর্ণবাদ’ প্রচার করে। এডিএলের সিইও মাস্কের এই দাবিকে ‘বিপজ্জনক’ বলে অভিহিত করেছেন।
চলতি বছরের সেপ্টেম্বরে মাস্ক এডিএলের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছিলেন। ওই সময় তিনি অভিযোগ করেন, এই গ্রুপ মিথ্যা ইহুদিবিরোধিতার বাহানা তুলে এক্স প্ল্যাটফর্মকে হত্যার চেষ্টা করছে। মাস্ক বলেছেন, ‘অতি স্পষ্ট করে বলতে গেলে, আমি বাক্স্বাধীনতার পক্ষে, কিন্তু যেকোনো ধরনের ইহুদিবিরোধিতার বিরুদ্ধে।’
হোয়াইট হাউসও এই ইস্যুতে মাথা ঘামিয়েছে। টেসলার সিইওয়ের বিরুদ্ধে অ্যান্ট-সেমিটিক এবং বর্ণবাদী ঘৃণা প্রচারের অভিযোগ করেছে।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, হলোকাস্টের পর থেকে ইহুদি জনগণের জন্য সবচেয়ে মারাত্মক দিনটির (৭ অক্টোবর) এক মাস পরে, আমেরিকার ইতিহাসে ইহুদিবিদ্বেষের সবচেয়ে মারাত্মক সময়ে জঘন্য মিথ্যার পুনরাবৃত্তি অগ্রহণযোগ্য।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.