11/25/2024 বিদেশি এক ইঞ্চি জমিও দখল করেনি চীন : শি জিনপিং
মুনা নিউজ ডেস্ক
১৭ নভেম্বর ২০২৩ ০৮:১৭
চীন এক ইঞ্চি বিদেশি ভূখণ্ডও দখল করেনি এবং গত ৭০ বছরে বা তারও বেশি সময়ে চীন ‘কোনও সংঘাত বা যুদ্ধের উস্কানি দেয়নি বা বিদেশি এক ইঞ্চি জমিও দখল করেনি বলে দাবি করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ১৬ নভেম্বর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একটি নৈশভোজের অনুষ্ঠানে জিনপিং এই দাবি করেন। খবর এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) শীর্ষ সম্মেলনের সাইডলাইনে একটি নৈশভোজে অংশ নিয়ে এই মন্তব্য করেন প্রেসিডেন্ট জিনপিং।
এর কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার বৈঠক হয়। গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো সামনা-সামনি অনুষ্ঠিত এই বৈঠকে উভয় নেতা উত্তেজনা কমানোর অঙ্গীকার করেন।
এএনআই বলছে, বৃহস্পতিবারের এই নৈশভোজ আয়োজন করে ইউএস-চায়না বিজনেস কাউন্সিল এবং ন্যাশনাল কমিটি অন ইউএস-চায়না রিলেশনস। এই অনুষ্ঠানে শি জিনপিংয়ের করা মন্তব্যগুলো বেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এসব মন্তব্যে চীনের কঠোর ব্যবসায়িক তদারকি এবং দ্বিপাক্ষিক উত্তেজনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
নৈশভোজের অনুষ্ঠানে শি জিনপিং দাবি করেন, ‘চীনা গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠার পর থেকে গত ৭০ বছর বা তারও বেশি সময় ধরে চীন কোনও সংঘাত বা যুদ্ধের প্ররোচনা দেয়নি বা বিদেশি এক ইঞ্চি জমিও দখল করেনি।’
এর আগে বেশ কয়েক মাস ধরে নেওয়া পরিকল্পনা ও প্রস্তুতির পর গত বুধবার সান ফ্রান্সিসকোর বে এরেনায় বৈঠক করেন শি জিনপিং ও জো বাইডেন। এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (এপিইসি) সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সময় জিনজিয়াং, তিব্বত এবং হংকংয়ে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রেসিডেন্ট বাইডেন।
বৈঠকের বিষয়ে হোয়াইট হাউসের রিডআউটে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন মানবাধিকারের সার্বজনীনতা এবং সকল দেশের আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতিকে সম্মান করার দায়িত্বের ওপর জোর দিয়েছেন। তিনি জিনজিয়াং, তিব্বত এবং হংকংয়ে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।’
এদিকে সর্বশেষ বৈঠক শেষে শি জিনপিংকে আবারও ‘স্বৈরশাসক’ বলেছেন জো বাইডেন। অবশ্য শি জিনপিংকে গত জুন মাসেও একবার স্বৈরশাসক আখ্যা দিয়েছিলেন বাইডেন।
রয়টার্স জানিয়েছে, সান ফ্রান্সিসকোতে শি জিনপিংয়ের সঙ্গে চার ঘণ্টা আলোচনার পর প্রেসিডেন্ট বাইডেন একক সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনের শেষের দিকে তাকে জিজ্ঞাসা করা হয়, শি জিনপিং একজন স্বৈরশাসক বলে গত জুনে আপনি জানিয়েছিলেন। সেই একই বিষয়টি আপনি এখনও মনে করেন কিনা।
জবাবে বাইডেন বলেন, ‘দেখুন, তিনি একজন স্বৈরশাসক। তিনি এই অর্থে একজন স্বৈরশাসক যে, তিনি এমন একটি রাষ্ট্র পরিচালনা করেন যেটি কমিউনিস্ট দেশ এবং যা আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা ধরনের সরকারের ওপর ভিত্তি করে পরিচালিত হয়।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.