11/22/2024 ৭০ জিম্মিকে মুক্তি দিতে যে শর্ত দিল হামাস
মুনা নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩ ০৪:৩৭
ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ৭০ জন জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিলেও শর্ত জুড়ে দিয়েছে। হামাসের সশস্ত্র শাখা ১৩ নভেম্বর সোমবার কাতারের মধ্যস্থতাকারীদের বলেছে, ইসরায়েলের পাঁচ দিনের যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় আটক ৭০ জন নারী ও শিশুকে মুক্তি দিতে প্রস্তুত আমরা।
হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা বলেন, ‘গত সপ্তাহে কাতারের ভাইয়েরা চেষ্টা চালিয়েছিলেন শত্রুদের (ইসরায়েল) হাতে আটক ২০০ ফিলিস্তিনি শিশু এবং ৭৫ জন নারীর মুক্তির বিনিময়ে জিম্মি থাকা (ইসরায়েলি) নারী ও শিশুদের মুক্তির বিষয়ে, কিন্তু শত্রুরা শর্ত মেনে নেয়নি।’
আল-কাসাম ব্রিগেডস গ্রুপের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি অডিও রেকর্ডিংয়ে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতি বলতে একটি পূর্ণমাত্রার বিরতি এবং যুদ্ধবিরতির এই সময় গাজা উপত্যকায় ত্রাণসহ মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতে হবে।’ কিন্তু ইসরায়েল এই চুক্তির বিষয়টি ‘পিছিয়ে ও এড়িয়ে’ গেছে বলে অভিযোগ করেছে হামাস।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.