04/18/2025 সিরিয়ায় আমেরিকান সেনাদের ওপর ২৪ ঘণ্টায় চার হামলা
মুনা নিউজ ডেস্ক
১৪ নভেম্বর ২০২৩ ০৪:০৯
সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থানরত আমেরিকান ও আন্তর্জাতিক সেনারা চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার হামলার শিকার হয়েছেন। ১৩ নভেম্বর সোমবার যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কর্মকর্তা বলেন, সেনাদের অবস্থানে রবিবার সন্ধ্যায় তিনবার এবং সোমবার সকালে একবার হামলা হয়েছে।
তিনি আরও বলেন, ড্রোন ও রকেট দিয়ে এসব হামলা চালানো হয়। এসব হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে অবকাঠামোগত সামান্য ক্ষতি হয়েছে।
এর আগে রবিবার সিরিয়া দুটি ইরানি সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকান সেনাদের ওপর হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন আমেরিকান প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সিরিয়া ইরানি স্থাপনায় তিন সপ্তাহের মধ্যে এটি ছিল তৃতীয় আমেরিকান হামলা।
গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর সিরিয়া ও ইরাকে আমেরিকান সেনাদের ওপর হামলার ঘটনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, মধ্যপ্রাচ্যে আমেরিকান বাহিনীর ওপর ইরান-সমর্থিত বিভিন্ন গ্রুপ এসব হামলা চালাচ্ছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.