04/20/2025 সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাগরপুরের ২ প্রবাসী নিহত
মুনা নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৩ ১৪:০৫
সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় নাগরপুর উপজেলার বাসিন্দা দু’জন প্রবাসী তরুণ নিহত হয়েছেন।
শনিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় আনুমানিক ভোর সাড়ে ৬টায় সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় এ দুর্ঘটায় তারা নিহত হন।
তারা হলেন মো: ফারদিন খান (২৩), তিনি সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো: বাবুল খানের ছেলে এবং মো: রাশেদ (৩২), তিনি মামুদনগর ইউনিয়নের মো: তারা মিয়ার ছেলে।
জানা যায়, কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে তারা নিহত হয়। বর্তমানে তাদের লাশ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লাশ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এদিকে, সলিমাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শাহীদুল ইসলাম অপু ও মামুদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জজ কামাল উল্লেখিত প্রবাসীদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.