11/24/2024 ২ মাস বিরতির পর কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া
মুনা নিউজ ডেস্ক
১১ নভেম্বর ২০২৩ ০৮:৪৯
ইউক্রেনের রাজধানী কিয়েভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় দুই মাস বিরতির পর ১১ নভেম্বর, শনিবার এই হামলা চালানো হয়।
চলতি শীতে ইউক্রেনে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। গত বছরও ইউক্রেনের জ্বালানি স্থাপনাসহ বেশ কিছু জায়গায় হামলা চালায় মস্কো। এতে ইউক্রেনের বেশি কিছু অঞ্চল অন্ধকারে নিমজ্জিত হয়।
কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গি পপকো বলেছেন, ৫২ দিনের দীর্ঘ বিরতির পর শত্রুরা কিয়েভের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে।
তিনি বলেন, শনিবার সকালের দিকে কিয়েভকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।
সম্প্রতি ইউক্রেনে অভিযান জোরালো করেছে রাশিয়া। অন্যদিকে প্রায় থমকে গেছে ইউক্রেনের পাল্টা হামলা। মূলত ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরই বেকায়দায় পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ পশ্চিমাদেশগুলোসহ বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে।
এদিকে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র বিশেষ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সৌদি সফরে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন ও ভয়াবহ হত্যাযজ্ঞ এবং যুদ্ধাপরাধের বিষয়টি সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে।
সূত্র : আলজাজিরা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.