11/27/2024 বাইডেনের যুদ্ধবিরতির আহ্বান নাকচ নেতানিয়াহুর
মুনা নিউজ ডেস্ক
৮ নভেম্বর ২০২৩ ০৯:৩১
প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধ তিন দিনের জন্য বন্ধ রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে অনুরোধ করেছেন। বাইডেনের দাবি, গাজায় যুদ্ধ বন্ধ হলে আরও জিম্মিমুক্তি নিশ্চিত করা সম্ভব হবে।
একজন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস বলেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কাতারের মধ্যে আলোচনাধীন একটি প্রস্তাবের অধীনে হামাস তিন দিনের বিরতিতে ১০ থেকে ১৫ জিম্মিকে মুক্তি দেবে এবং অবশিষ্ট বন্দীদের পরিচয় যাচাইয়ের সুযোগ দেবে। তাছাড়া হামাস সh জিম্মিদের একটি তালিকাও দেবে বলে জানিয়েছে।
সংবাদমাধ্যমটি বলছে, বাইডেন এবং নেতানিয়াহু সোমবার টেলিফোনে প্রস্তাবটি নিয়ে আলোচনা করেছেন।
হামাসের যুদ্ধে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের বিরোধিতার মুখে আমেরিকান কর্মকর্তারা বারবারই বলে আসছেন, কৌশলগত বিরতি জিম্মিদের মুক্তি, গাজায় আরও মানবিক সহায়তা পাঠানো এবং আরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে সংঘাতপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিতে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুজন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জনিয়েছেন, বাইডেনের অনুরোধের জবাবে নেতানিয়াহু বলেছেন, তিনি হামাসকে বিশ্বাস করেন না। তাছাড়া তাদের উদ্দেশ্য দেখে মনে হয় না যে তারা জিম্মিদের বিষয়ে কোনো সমঝোতা করতে চায়। তিনি বলেন, পশ্চিম জেরুজালেমে ২০১৪ সালের যুদ্ধে মানবিক বিরতির সময় হামাস ইসরায়েলি সৈন্যদের আক্রমণ করেছিল এবং একজনকে বন্দী করেছিল। নেতানিয়াহু মনে করেন, তিন দিনের জন্য যুদ্ধ বন্ধ করলে গাজায় ইসরায়েলি অনুপ্রবেশের প্রতি আন্তর্জাতিক সমর্থন হারাবেন তারা।
তবে এই আলোচনার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এবং হোয়াইট হাউস কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.