11/23/2024 গাজায় শিশু হত্যা বিশ্বের নৈতিক ব্যর্থতা: রেডক্রস
মুনা নিউজ ডেস্ক
৮ নভেম্বর ২০২৩ ০৯:২১
ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধের একমাস পেরিয়ে গেছে। গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ থেকে আরও ভয়াবহের দিকে যাচ্ছে।
এ প্রেক্ষিতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) মঙ্গলবার এক বিবৃতিতে বেসামরিক নাগরিক বিশেষ করে শিশুদের ভয়াবহ দুর্ভোগ অবসানের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সংস্থাটি এই পরিস্থিতিকে বিশ্বের ‘নৈতিক ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছে।
রেডক্রস বলেছে, গত এক মাস ধরে গাজা ও ইসরাইলের বেসামরিক নাগরিকদের অসহ্য কষ্ট ও ক্ষতি সহ্য করতে হচ্ছে। এটি বন্ধ হওয়া প্রয়োজন।
সংস্থাটি আরও বলেছে, গাজা জুড়ে ব্যাপক বোমা হামলার কারণে বেসামরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে। এতে আগামী প্রজন্মের জন্যে রোপিত হচ্ছে কষ্টের বীজ।
সংস্থাটির প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক বলেছেন, হতাহত শিশুদের ছবি আমাদের তাড়িয়ে ফিরবে। এটি সমগ্র বিশ্বের একটি ‘নৈতিক ব্যর্থতা।’
গাজায় ১৫ বছরে ছয় যুদ্ধ, ভূমি দখলে থেমে নেই ইসরাইলগাজায় ১৫ বছরে ছয় যুদ্ধ, ভূমি দখলে থেমে নেই ইসরাইল
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরাইল গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরাইলের অব্যাহত হামলায় এই পর্যন্ত ১০ হাজার ৩০০ লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই নারী ও শিশু।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.