11/23/2024 ইসরাইলে এবার ৩২০ মিলিয়ন ডলারের উন্নত বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
৭ নভেম্বর ২০২৩ ১২:১২
হামাসের গত ৭ অক্টোবরের অভিযানের পর থেকে গাজা উপত্যকায় পরপর হামলা চালাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ৩২০ মিলিয়ন ডলারের উন্নত বোমা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
বোমার নাম স্পাইস ফ্যামিলি গ্লাইডিং বোম্ব অ্যাসেম্বলি। এটি মূলত যুদ্ধবিমানের মাধ্যমে নিক্ষেপযোগ্য এক ধরনের নির্ভুল নির্দেশিত বোমা।
রয়টার্সের মঙ্গলবারের প্রতিবেদনে বোমা পাঠানোর পরিকল্পনার সঙ্গে যুক্ত এক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার এক সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র ৩২০ মিলিয়ন ডলারের নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এমন বোমা ইসরাইলে স্থানান্তরের পরিকল্পনা করছে বলে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন মার্কিন কংগ্রেসকে জানিয়েছে।
এ বিষয়ে সর্বপ্রথম সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরাইলে স্পাইস ফ্যামিলি গ্লাইডিং বোম্ব অ্যাসেম্বলি স্থানান্তরের পরিকল্পনার আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি গত ৩১ অক্টোবর কংগ্রেস নেতাদের কাছে পাঠিয়েছে বাইডেন প্রশাসন।
ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে, ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল ইউএসএ তার ইসরাইল মূল কোম্পানি রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের কাছে এসব বোমা হস্তান্তর করবে।
এর আগে রোববার মধ্যপ্রচ্যে ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তারও আগে যুদ্ধবিমানবাহী যুক্তরাষ্ট্রের রণতরীও পৌঁছেছে অঞ্চলটিতে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.