11/23/2024 গাজার আকাশে আমেরিকান গোয়েন্দা ড্রোন
মুনা নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৩ ১১:০৪
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে বন্দি জিম্মিদের খোঁজে অবরুদ্ধ গাজা উপত্যকায় ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আমেরিকান এসব ড্রোন এক সপ্তাহের বেশি সময় ধরে গাজার আকাশে উড়ছে। ৩ নভেম্বর, শুক্রবার দুজন আমেরিকান কর্মকর্তার বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।
নাম প্রকাশ না করার শর্তে দুই আমেরিকান কর্মকর্তা বলেছেন, জিম্মিদের অবস্থান শনাক্তে সহায়তা করার জন্য গাজার আকাশে গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। আরেক কর্মকর্তা বলেছেন, গত এক সপ্তাহের বেশি সময় ধরে এসব ড্রোন গাজার আকাশে উড়ছে।
গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১৪০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে নিয়ে যায় হামাস। হামাসের এ হামলার পর থেকে ইসরায়েলে অবস্থানরত ১০ আমেরিকান নাগরিকের কোনো খোঁজ মিলছে না।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ধারণা করছেন, এসব নাগরিকদের হামাস ধরে নিয়ে গেছে এবং গাজাজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন টানেলে তাদের রাখা হয়েছে।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.