11/25/2024 স্থল হামলায় ব্যাপক ক্ষতির মুখে ইসরাইল
মুনা নিউজ ডেস্ক
৩ নভেম্বর ২০২৩ ১০:২৪
গাজা উপত্যকায় স্থল হামলায় বড় ধরনের কোনো সাফল্য পাচ্ছে না ইসরাইল। তারা প্রায় এক মাস ধরে ব্যাপক বিমান হামলা চালিয়েও গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক সক্ষমতায় তেমন কোনো ক্ষতিও করতে পারেনি। আর এ কারণেই আর প্রবল আক্রমণ চালাচ্ছে ইসরাইল। এমন মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক মইন রাব্বানি।
ইসরাইল রাষ্ট্রের মানসিকতা নিয়ে রাব্বানি আল জাজিরাকে বলেন, তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিল করতে ব্যর্থ হয়েই গাজাকে মৃত্যুক্ষেত্রে পরিণত করছে। তারা এসব গণহত্যা চালাচ্ছে স্থল হামলায় সফল না হওয়ার কারণেই। এটা তাদের কাছে একটি বিকল্প বিবেচিত হচ্ছে।
তিনি বলেন, তারা লাশ গুণে, তাদের রক্তলোলুপতাকে সন্তুষ্ট করছে। তিনি বলেন, 'আমার মনে হচ্ছে, ইসরাইলি নেতৃত্বের অনেকেই ইতোমধ্যেই বুঝে গেছে যে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারছে না। আর কারণেই তারা বলছে যে তাহলে আমরা গাজা উপত্যকাকে মাটির সাথে মিশিয়ে দেই, আমরা হাজার হাজার লোককে হত্যা করি, আমরা তাদের ওপর মধ্যযুগের অবরোধ চাপিয়ে দেই, আমাদের বলবে না যে আমরা কোনো কিছু হাসিল করতে পারিনি।'
উল্লেখ্য, ইসরাইলি বাহিনী গাজা সিটিকে ঘিরে ফেলার দাবি করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় তারা গাজায় হামাসের ১৩০ জন যোদ্ধাকে হত্যা করেছে। তারা হামাসের রকেট নিক্ষেপস্থল, সামরিক ভাণ্ডার, টানেল সিস্টেমে হামলা অব্যাহত রেখেছে।
তারা বড় সাফল্যের দাবি করার সাথে সাথে ব্যাপক ক্ষতির কথাও স্বীকার করেছে। গাজা উপত্যকায় তারা ১৯ জন সৈন্যকে হারিয়েছে। ফলে ৭ অক্টোবর থেকে তাদের মোট সৈন্য নিহত হয়েছে ৩৩৫ জন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.