04/20/2025 হজ খরচ কমছে প্রায় ১ লাখ টাকা
মুনা নিউজ ডেস্ক
২ নভেম্বর ২০২৩ ০৬:৩৪
আগামী বছর হজের জন্য দু’টি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সাধারণ প্যাকেজে হজ করতে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের মাধ্যমে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় ধরা হয়েছে। এর আগে গত বছর সরকারিভাবে একটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। ওই প্যাকেজের ব্যয় ধরা হয়েছিল ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা।
বৃহস্পতিবার সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। এরপর সংবাদ সম্মেলন করে হজ প্যাকেজের বিস্তারিত জানান ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
তিনি জানান, চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ করতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে হজ করতে পারবেন ১০ হাজার ১৯৮ জন এবং বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ করতে পারবেন এক লাখ ১৭ হাজার জন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.