11/22/2024 প্যারিসে ‘আল্লাহু আকবর’ বলায় নিরস্ত্র নারীকে পুলিশের গুলি
মুনা নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৩ ০৫:৩৫
ফ্রান্সের প্যারিসে একটি রেল স্টেশনে নিরস্ত্র এক নারীকে গুলি করেছে দেশটির সন্ত্রাস দমন পুলিশ। পুলিশ বলছে, স্টেশনে দাঁড়িয়ে ওই নারী নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। তখন পুলিশ গুলি করে। ১ নভেম্বর, মঙ্গলবার প্যারিসের বিবলিওতেক ফঁসোয়া-মিতেহঁ স্টেশনে এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই নারীর বয়স ৩৮ বছর। তিনি ছিলেন বোরখা পরিহিতা। মাঝেমধ্যে “আল্লাহু আকবর” বলছিলেন বলেও জানিয়েছে পুলিশ। তিনি হুমকি দিয়ে বলছিলেন, নিজেকে উড়িয়ে দেবেন। তাতে অন্যরাও প্রাণ হারাবে।
প্যারিসের পুলিশ প্রধান নুনেজ জানিয়েছেন, ওই নারী পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করেন। তারপর পুলিশ তাকে গুলি করে। তার তলপেটে গুলি লেগেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুলি লাগার পর দেখা যায়, তার সঙ্গে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না।
পুলিশ প্রথমে জানিয়েছিল, একজন অফিসার একটি গুলি চালিয়েছে। পরে সরকারিভাবে বলা হয়, দুইজন অফিসার আটটি গুলি চালিয়েছে।
এ ঘটনায় দুটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। একটি ওই নারীর আচরণ নিয়ে, অন্যটা পুলিশের গুলি চালনা নিয়ে।
সরকারি মুখপাত্র জানিয়েছেন, এর আগেও টহলদারি সেনাকে হুমকি দিয়েছিলেন ওই নারী।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.