11/23/2024 বাংলাদেশে ২৭ ঘণ্টায় ১৬টি অগ্নিসংযোগ ঘটেছে : ফায়ার সার্ভিস
মুনা নিউজ ডেস্ক
১ নভেম্বর ২০২৩ ০৩:৫৯
বাংলাদেশের বিভিন্ন স্থানে ২৭ ঘণ্টায় বাস, ট্রাক, পিকআপ, বাণিজ্যিক পণ্যের শো রুম, একটি পুলিশ বক্সসহ ১৬ জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১ নভেম্বর বুধবার খবর বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
গত ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ ১ নভেম্বর, বুধবার সকাল ৯টা পর্যন্ত মোট ১৬টি ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডগুলোর খবর পৌঁছায়।
এর মধ্যে ঢাকা মহানগরীতে (পোস্তগোলা, খিলগাঁও, বারিধারা) ৪টি, ঢাকা বিভাগে (সাভার, গাজীপুর) ৬টি, চট্টগ্রাম বিভাগে (কর্ণফুলী, রাঙ্গুনিয়া) ৩টি এবং রাজশাহী বিভাগে (বগুড়া, সিরাজগঞ্জ) ৩টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বলেছে, ৯টি বাস, ২টি কাভার্ডভ্যান, ২টি ট্রাক, ১টি পিকআপ ভ্যান, ২টি কমার্শিয়াল প্রোডাক্ট শোরুম ও ১টি পুলিশ বক্স পুড়ে গেছে।
আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের জন্য চাপ দিতে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ৩ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করছে।
সূত্র : ইউএনবি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.