11/25/2024 গাজায় যুদ্ধবিরতির আহ্বান করায় লেবার পার্টি থেকে বরখাস্ত ব্রিটিশ এমপি
মুনা নিউজ ডেস্ক
৩১ অক্টোবর ২০২৩ ০৪:০৮
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানোয় সরকারদলীয় এক এমপি পল ব্রিস্টোকে চাকরিচ্যুত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ৩০ অক্টোবর, সোমবার পল ব্রিস্টোকে চাকরিচ্যুত করা হয়েছে বলে এক প্রতিবেদনে একথা জানায় সংবাদমাধ্যম পলিটিকো।
চাকরিচ্যুত ক্ষমতাসীন কনজারভেটিভ এমপি পল ব্রিস্টো ব্রিটিশ সরকারের প্রযুক্তিমন্ত্রী মিশেল ডোনেলানের সংসদীয় প্রাইভেট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গত সপ্তাহে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে চিঠি দিয়েছিলেন পল ব্রিস্টো। এ ছাড়া হামাসের কারণে ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের সম্মিলিত শাস্তি দিচ্ছে বলেও অভিযোগ তুলেন তিনি।
মানবিক কারণে গাজার যুদ্ধে সাময়িক বিরতি দেওয়ার কথা বললেও এখন পর্যন্ত সেখানে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানায়নি ব্রিটিশ সরকার। যদিও গাজায় ইসরায়েলি হামলায় আট হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার শিশু রয়েছে।
সোমবার বিকেলে ঋষি সুনাকের এক মুখপাত্র বলেছেন, পল ব্রিস্টোর অবস্থান সম্মিলিত দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ জন্য তাকে সরকারি পদ ছেড়ে দিতে বলা হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.