11/26/2024 কোরআন অবমাননায় ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর
মুনা নিউজ ডেস্ক
৯ মে ২০২৩ ০৭:৫৪
পবিত্র কোরআন অবমাননা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে অবমাননার দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার সকালে এই শাস্তি কার্যকর করা হয় বলে জানায় বিচার বিভাগ।
বিচার বিভাগীয় খবর প্রকাশকারী মিজান অনলাইনের ওয়েবসাইটের বলা হয়, দণ্ডিত দুজন হলেন সদরুল্লাহ ফজলে জরি এবং ইউসুফ মেহরদাদ। মহানবী (সা.)–কে নিয়ে আপত্তিকর কথা বলা ও পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে তাঁদের সাজা হয়েছিল। সোমবার সকালে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়।
মিজানের খবরে বলা হয়, ২০২১ সালের মার্চে এই দুজনের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অ্যাকাউন্টে অবমাননাকর মন্তব্য প্রকাশ করার কথা স্বীকার করেছিলেন।
ইরানের বাইরের অধিকার গোষ্ঠীগুলো এই ধরনের স্বীকারোক্তিগুলোর নিন্দা জানিয়ে আসছে। তাদের ভাষ্য, প্রায়ই চাপ প্রয়োগ ‘জোর করে’ এসব স্বীকারোক্তি আদায় করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.