11/23/2024 সুস্পষ্ট লঘুচাপ , উত্তাল বঙ্গোপসাগর
মুনা নিউজ ডেস্ক
৯ মে ২০২৩ ০৭:৩৫
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। আকাশ রৌদ্রজ্জ্বল থাকলেও উপকূলে এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে। নদ-নদী পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে তীব্র গরমে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সোমবার (৮ মে) জেলায় সর্বোচ্চ ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামি ৪৮ ঘণ্টা পর্যন্ত এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, ঘূর্ণিঝড় মোখা’র বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে গরমের তীব্রতা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তা আগামি ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.