04/21/2025 রাশিয়ার অনুরোধে ৮ ইসরাইলি বন্দীকে ছাড়তে প্রস্তুত হামাস
মুনা নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩ ১৩:৩০
রাশিয়ার অনুরোধে আট ইসরাইলি বন্দীকে ছাড়তে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। শনিবার (২৮ অক্টোবর) মস্কো সফররত দলটির পলিটব্যুরোর সদস্য আবু মারজুক রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএকে এ কথা জানিয়েছে।
রুশ সংবাদ সংস্থা আরআইএ মারজুকের উদ্ধৃতিতে বলেছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আটটি নামের একটি তালিকা হস্তান্তর করেছে, যাদের সবারই দ্বৈত নাগরিকত্ব রয়েছে।
মারজুক বলেন, ‘আমরা এই তালিকার প্রতি খুব মনোযোগী। আমরা এই তালিকাবদ্ধ সদস্যদের গুরুত্ব দিয়ে দেখব। কারণ আমরা রাশিয়াকে আমাদের সবচেয়ে কাছের বন্ধু হিসেবে বিবেচনা করি।’
তিনি আরো বলেন, আমরা এখন তালিকাভুক্ত লোকদের খুঁজছি। তাদের খুঁজে বের করা কঠিন। তবুও আমরা খুঁজছি। যত দ্রুত সম্ভব, আমরা তাদের খুঁজে বের করব। বর্তমান পরিস্থিতিতে অসুবিধা সত্ত্বেও আমরা তাদের ছেড়ে দেব।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.