11/23/2024 ঢাকায় রাজনৈতিক সহিংসতার পর যুক্তরাষ্ট্রের কড়া বার্তা
মুনা নিউজ ডেস্ক
২৮ অক্টোবর ২০২৩ ১২:১৭
ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে কড়া বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মী হত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই।'
বিবৃতিতে বলা হয়, ‘সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সব সহিংস ঘটনা পর্যালোচনা করব। আমার সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই।’
আজ শনিবার দুপুর আড়াইটার দিকে পুলিশি বাধার মুখে বিএনপির নয়াপল্টনের সমাবেশ পণ্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়েন। পরে নয়াপল্টন এবং আশপাশের অন্যান্য স্থানে বিএনপি-পুলিশ-আওয়ামী লীগ ত্রিমুখী সংঘর্ষ হয়। এসব ঘটনায় বিএনপির বহু নেতাকর্মীর পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন। পুলিশ দাবি করেছে, তাদের ৪১ জন সদস্য আহত হয়েছেন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.