11/23/2024 বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রে ২২ জন নিহত
মুনা নিউজ ডেস্ক
২৬ অক্টোবর ২০২৩ ০৬:৩১
যুক্তরাষ্ট্রের লুইস্টন শহরে গতকাল বুধবার রাতে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। লুইস্টন পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ এ খবর জানিয়েছেন। একাধিক স্থানে এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২২ জন নিহত এবং ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ রবার্ট কার্ড (৪০) নামে সন্দেহভাজন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।
ছবিতে ওই ব্যক্তির হাতে একটি রাইফেল দেখা যাচ্ছে। তাঁকে পুলিশ সশস্ত্র এবং বিপজ্জনক ব্যক্তি হিসেবে অভিহিত করেছে।
একটি বার, রেস্তোরাঁ, ওয়ালমার্টের বিক্রয় ও ব্যাবসায়িক কেন্দ্রে এ হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এক বিবৃতিতে মেইন অঙ্গরাজ্যের পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ জানিয়েছে, ‘লুইস্টনে একজন সক্রিয় শ্যুটার আছে।
আমরা মানুষদের নিজ জায়গায় আশ্রয় নিতে বলেছি। অনুগ্রহ করে দরজা বন্ধ করে আপনারা বাড়ির ভেতরে থাকুন।’ কেন্দ্রীয় মেডিক্যাল সেন্টার বলেছে, এটি একটি গণহত্যা। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শহরের দুটি স্থানে যে ব্যক্তি গুলি চালিয়েছে তাকে খুঁজছে পুলিশ। হামলাকারী পলাতক। তাকে আটক করতে না পারায় ফের হামলার আশঙ্কা করছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে এ ঘটনা জানানো হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.