11/22/2024 ইস্তানবুলে এরদোগানের জনসভায় প্রায় ১৭ লাখ মানুষ
মুনা নিউজ ডেস্ক
৮ মে ২০২৩ ১৩:৫৯
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জনসভায় লোকসমাগম ততই বাড়ছে।
রোববার ইস্তানবুলে ক্ষমতাসীন একে পার্টির নির্বাচনি সভায় কমপক্ষে ১৭ লাখ লোকসমাগম হয়েছে বলে জানিয়েছেন এরদোগান।
নির্বাচনি সভায় এরদোগান তার সরকারের উন্নয়ন, বিগত ২১ বছরের রাজনৈতিক জীবনের সব অর্জন এবং দেশের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন।
এরদোগান বলেন, বিগত ২১ বছরে আমাদের সরকার দেশের ২১ মিলিয়ন মানুষকে চাকরি দিয়েছে। আমরা এক কোটি পাঁচ লাখ নতুন ঘর বানিয়ে দিয়েছি।
তিনি বিরোধী দলের কঠোর সমালোচনা করে বলেন, তারা আজ নিজেদের তৈরি ড্রোন এবং দেশের সামরিক কারখানা নিয়েও বিদ্বেষমূলক বক্তৃতা দিচ্ছে।
বিশ্বে তুরস্ক এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে।
উল্লেখ্য, আগামী ১৪ মে তুরস্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.