11/23/2024 ইরাকে সাদ্দাম হোসেনের মেয়ের ৭ বছরের কারাদণ্ড
মুনা নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৩ ০৪:১৬
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্বাসিত মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।
সাদ্দাম হোসেনের নিষিদ্ধ রাজনৈতিক দল বাথ পার্টির প্রচার চালানোর দায়ে ২২ অক্টোবর রোববার তার অনুপস্থিতিতেই তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জাননো হয়।
রায়ে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মেয়ে রাঘাদ সাদ্দাম হোসেনকে ২০২১ সালে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে ‘নিষিদ্ধ বাথ পার্টির কার্যক্রম প্রচার করার’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।
মূলত ইরাকে আজও কেউ যদি ক্ষমতাচ্যুত সাদ্দাম সরকারের ছবি প্রচার করে বা স্লোগান দেয় তবে তাদের বিচারের মুখোমুখি করা হতে পারে। অবশ্য ঠিক কোন সাক্ষাৎকারের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা রায়ে উল্লেখ করা হয়নি।
কিন্তু ২০২১ সালে রাঘাদ সাদ্দাম হোসেন সৌদি মালিকানাধীন আল-আরাবিয়া চ্যানেলে ১৯৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন।
সৌদি এই চ্যানেলকে সে সময় তিনি বলেন, ‘অনেকে আমাকে বলেছে- (সাদ্দাম হোসেনের শাসনামল) আমাদের জন্য সত্যিই গৌরবের, গর্বের সময় ছিল। অবশ্যই, সে সময় ইরাক স্থিতিশীল এবং অনেক সমৃদ্ধ দেশ ছিল।’
২০০৩ সালে ইরাকে আমেরিকান নেতৃত্বাধীন সামরিক আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর তার দলটি বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়।
এএফপি বলছে, রাঘাদ সাদ্দাম হোসেন তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় এবং কুসে ২০০৩ সালে মসুলে আমেরিকান সেনাবাহিনীর হাতে নিহত হয়।
সূত্র : এএফপি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.