11/23/2024 বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য ও পানীয় জব্দ, গ্রেফতার ১০
মুনা নিউজ ডেস্ক
৮ মে ২০২৩ ১৩:২৩
রাজধানীর ডেমরায় শিশুখাদ্য ও ফুড বেভারেজ কোম্পানি 'ফ্রেন্ডশীপ এগ্রো ফার্ম'-এ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভেজাল জুস ও খাদ্যসামগ্রী জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (৮ মে) ডেমরার ডগাইর নতুন পাড়া সালামবাগ এলাকার ফ্রেন্ডশীপ এগ্রো ফার্মে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে বিএসটিআই।
আল ফালাক ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির অধীনে ওই কারখানায় ২৮ রকমের ভেজাল জুস ও শিশুখাদ্য উৎপাদন করছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে পাশের আরেকটি কারখানায় অস্বাস্থ্যকর অবস্থায় নুডুলস তৈরি করতে দেখা যায়। পরে উভয় কারখানার সব মালামাল জব্দ করে কারখানা সিলগালা করে দেয়া হয়।
ফ্রেন্ডশীপ এগ্রো ফার্মে অভিযানের সময় বিএসটিআই কর্মকর্তারা কারখানার গেট খুলতে বললে অফিসের লোকজন পালিয়ে যায়। পরে ভেতরে প্রবেশ করে যত্রতত্র ফেলে রাখা বিভিন্ন ফ্লেভারের জুস পাওয়া যায়। এ সময় ফ্রুটু, ওয়ান স্টার ড্রিংকো, আইস পপ, শাহি লাচ্চিসহ শিশুখাদ্য জব্দ করা হয়।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.