11/22/2024 ট্রাম্পকে ৫ হাজার ডলার জরিমানা, কারাগারে পাঠানোর হুঁশিয়ারি
মুনা নিউজ ডেস্ক
২১ অক্টোবর ২০২৩ ০২:০৯
জালিয়াতির মামলার বিচারকাজ চলমান থাকায় আদালতের নির্দেশ অমান্য করে জরিমানার মুখে পড়লেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গ্যাগ অর্ডার অনুযায়ী, আদালতের কোনও কর্মীকে নিয়ে কথা বলতে পারবে না তিনি। আদালত অবমাননায় ২০ অক্টোবর শুক্রবার ট্রাম্পকে ৫ হাজার ডলার জরিমানা করেন নিউ ইয়র্কের বিচারক আর্থার এনগোরোন। এই আদালতেই বিচারকাজ চলছে ট্রাম্পের বিরুদ্ধে।
নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় অ্যালিস গ্রিনফিল্ড নামে বিচার বিভাগীয় একজন কর্মীকে হেনস্তা করে গত ৩ অক্টোবর আপত্তিকর পোস্টার প্রকাশ করেন ট্রাম্প। তার দাবি, গ্রিনফিল্ডের সঙ্গে চাক শু’র ‘অবৈধ সম্পর্ক’ রয়েছে।
আপত্তিকর পোস্টটি প্রকাশের পর বিচারক এনগোরোন ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। পাশাপাশি ওই পোস্টটি দ্রুত সরিয়ে ফেলার আদেশ দিয়েছিলেন তিনি। এরপর ট্রুথ সোশ্যাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে নেন। কিন্তু তার প্রচারণামূলক সাইটে রয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এটি সরিয়ে নেন।
আদেশে বিচারক আর্থার বলেন, আগামী ১০ দিনের মধ্যে ট্রাম্পকে নিউইয়র্ক ল ইয়ার্স ফান্ড ফর ক্লায়েন্ট প্রোটেকশনে জরিমানার পাঁচ হাজার ডলার জমা দিতে হবে। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত হোক, এই কাজ আর করা যাবে না। এমন কাজ আবার করলে কারাগারে যেতে হতে পারে।
শুক্রবার কোর্টরুমে বিচারক বলেছেন, আদালতের একজন কর্মীকে উপহাস করে ওই পোস্ট সরাতে বিলম্ব করেন সাবেক প্রেসেডেন্ট ট্রাম্প। এ ধরনের কাজ পুনরায় করলে তাকে কারাগারে যেতে হবে বলেও সতর্ক করেছেন বিচারক এনগোরোন।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.