11/23/2024 পুতিনকে থাইল্যান্ড সফরের আমন্ত্রণ দেশটির প্রধানমন্ত্রীর
মুনা নিউজ ডেস্ক
১৮ অক্টোবর ২০২৩ ০৮:৪১
থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী বছর সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার বেইজিংয়ে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার রাতে চীনের বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ ফোরামের সম্মেলনের ফাঁকে স্রেথা ও পুতিন বৈঠক করেন। তারা বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন।
স্রেথা বলেন, আমি পুতিনকে আগামী বছর থাইল্যান্ড সফরের আমন্ত্রণ জানিয়েছি।
থাই সরকারের বিবৃতি থেকে জানা গেছে, পুতিন এ আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।
এদিকে স্রেথার সাথে আলোচনাকালে পুতিন অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতির কারণে দ্বিপক্ষীয় বাণিজ্যের পতনের জন্যে দুঃখ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, চলতি বছর পর্যটন নির্ভর থাইল্যান্ড ভ্রমণ করেছেন ১০ লক্ষাধিক রুশ পর্যটক।
গত বছর থাইল্যান্ড ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের প্রস্তাবে চীন ও ভারতের সাথে তাল মিলিয়ে ভোট দানে বিরত ছিল।
এদিকে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে জোরপূর্বক রাশিয়ায় নির্বাসনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
এ প্রেক্ষিতে থাইল্যান্ড রাশিয়ার সাথে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.