11/25/2024 ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর দ্বারা হেনস্তার শিকার বাইডেন
মুনা নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩ ০৬:০৬
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি জাতীয় মানবাধিকারের প্রচারাভিযানে বক্তব্য দেওয়ার সময় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীর দ্বারা হেনস্তার শিকার হয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ১৪ অক্টোবর, শনিবার রাতে জাতীয় মানবাধিকারের প্রচারাভিযানের নৈশভোজে বক্তব্য দিচ্ছিলেন বাইডেন ।
এসময় ফিলিস্তিনিপন্থী এক বিক্ষোভকারী বাইডেনের উদ্দেশে বলেন, গাজাকে বাঁচতে দাও, এখনই যুদ্ধ বন্ধ কর। তবে, বাইডেন তার বক্তৃতা অব্যাহত রাখেন।
১৫ অক্টোবর রবিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বাইডেন বলেন, গাজায় বসবাসকারী বেশিরভাগ মানুষ ‘নিরীহ ফিলিস্তিনি পরিবার’। যাদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা - বিশেষত অল্পবয়সী ভোটাররা বেশিরভাগই ফিলিস্তিনপন্থী। তারা মনে করে গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা ঠিক নয়।
এদিকে, প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে তার প্রভাব ব্যবহার করে অবিলম্বে খাদ্য, পানি ও বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে হবে। তা না হলে দেশটিতে চরম মানবিক সংকট দেখা দিবে।
সূত্র : আল-জাজিরা
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.