11/13/2024 আলজাজিরা বন্ধ করে দিতে চায় ইসরায়েল
মুনা নিউজ ডেস্ক
১৫ অক্টোবর ২০২৩ ০৫:১৮
ইসরায়েলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার স্থানীয় ব্যুরো বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি তথ্যমন্ত্রী শ্লোমা করহি। স্বাধীনতাকামী হামাস সংগঠনের সংবাদ প্রকাশ এবং ইসরায়েলি সেনাদের সম্ভাব্য আক্রমণের তথ্য ফাঁসের অভিযোগ তুলে কাতারি এই সংবাদমাধ্যটি বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তিনি। ১৫ অক্টোবর, রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি তথ্যমন্ত্রী শ্লোমা করহি বলেছেন, আলজাজিরা বন্ধ করার প্রস্তাব করেছেন তিনি। বিষয়টি বর্তমানে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা যাচাই-বাছাই করছেন। এরপর আজ তিনি বিষয়টি দেশের মন্ত্রিসভায় উত্থাপন করবেন।
তিনি বলেন, এটি এমন একটি সংবাদমাধ্যম যা উসকানি দেয়। ইসরায়েলি সেনাদের সমাবেশস্থলের ভিডিও প্রচার করে। ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেয়। এটি প্রোপাগান্ডা মাউথপিস (মুখপত্র) হিসেবে কাজ করে।
ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, আলজাজিরা হামাসের মুখপাত্রের বার্তা প্রচার করে, যা অযৌক্তিক। আমি আশাবাদী, আমরা আজই এটির শেষ দেখব।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি আলজাজিরা বা কাতার সরকার।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.