11/23/2024 হামাসের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আল কায়েদা এদের চেয়ে ভালো: বাইডেন
মুনা নিউজ ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩ ০৩:২৫
ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামপন্থী দল হামাসকে সশস্ত্রগোষ্ঠী আল কায়েদার চেয়েও বেশি খারাপ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ১৩ অক্টোবর শুক্রবার ফিলাডেলফিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। বার্তা সংস্থা দ্য হিলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাইডেন বলেন, 'হামাসের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আল কায়েদা এদের চেয়ে ভালো। তারা পুরোই শয়তান। আমি প্রথম থেকেই বলছি ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র কোনো ভুল করেনি।'
তিনি আরো বলেন, 'যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বৃহস্পতিবার ইসরায়েলে ছিলেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আজ শূক্রবার সেখানে আছেন। ইসরায়েলের আত্মরক্ষা এবং এই হামলার জবাব দেওয়ার জন্য যা প্রয়োজন তা আমরা নিশ্চিত করছি। গাজার মানবিক সংকটকে জরুরিভাবে মোকাবেলা করাও আমার জন্য গুরুত্বপূর্ণ।'
বাইডেন জানান, হামাস ও ইসরায়েলের মধ্যকার সংকট নিরসনে যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েল ,মিসর, জর্ডান, অন্যান্য আরব দেশ ও জাতিসংঘের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, 'শূক্রবার সকালে তিনি নিখোঁজ আমেরিকানদের পরিবারের সঙ্গে জুম কলে কথা বলেছেন। প্রত্যেকটি নিখোঁজ আমেরিকানকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয়ে তাঁদের আশ্বস্ত করা হয়েছে।'
গত শনিবার ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এ হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ১৩ শ জনের বেশি নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজায় ১৫ শ ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.