11/23/2024 বাজারে বিশৃঙ্খল করতে একটি গোষ্ঠী সক্রিয়: পরিকল্পনামন্ত্রী
মুনা নিউজ ডেস্ক
১৩ অক্টোবর ২০২৩ ০৬:৩০
বাজার সিন্ডিকেট অদৃশ্য। যারা এর সঙ্গে সম্পৃক্ত তাদের ধরা কঠিন। বাজার বিশৃঙ্খল করতে একটি গোষ্ঠী সক্রিয়। তবে তাদের শাস্তি দিতে আইনের প্রয়োগ করাটা জরুরি। ১৩ অক্টোবর, শুক্রবার সকালে ‘বাংলাদেশ মার্কেটিং ডে’ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, উদীয়মান অর্থনীতিতে এমন কিছু ব্যত্যয় হয়। যেসব উদ্যোক্তা পণ্য উৎপাদন ও বাজারজাত করছে তারা ততোটা অভিজ্ঞ না।
এম এ মান্নান বলেছেন, গেলো মাসে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি মাসেও তা অব্যহত থাকবে। কারণ, বোরোর ফলন ভালো হয়েছে। আশা করা যায়, চালের দাম কমবে।
এমএ মান্নান বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নে পণ্য বাজারজাতকরণে মার্কেটিংয়ের বিকল্প নেই। সময়ের সঙ্গে পরিবর্তন ঘটছে বিপণন কৌশলের। তাই বাজারের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য কর্মীদের প্রশিক্ষিত করে গড়ে তোলা জরুরি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.