11/24/2024 তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
মুনা নিউজ ডেস্ক
৭ মে ২০২৩ ০৯:১৯
যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ৫০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে অস্ত্রের এই চালান পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করবেন।
প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে শত শত কোটি ডলারে অস্ত্র দিয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫ বার এই বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করেছেন। পিডিএ প্রয়োগ করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশের মজুদ থেকে যেকোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে প্রদান দিতে পারেন একজন প্রেসিডেন্ট।
সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ইউক্রেন ম্যাকানিজম ব্যবহার করে প্রথমবারের মতো তাইওয়ানকে ৫০ কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে।
এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সব দেশ এক চীন নীতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে।
এদিকে শুরু থেকেই তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করার মার্কিন তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং।
শুক্রবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দিতে ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেছেন, ওয়াশিংটন তাইওয়ানকে একটি ‘বারুদের গুদামে’ পরিণত করছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.