11/26/2024 শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক নির্বাচন চায় আমেরিকান প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল
মুনা নিউজ ডেস্ক
১০ অক্টোবর ২০২৩ ০৪:২৩
অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চায় যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। আজ ১০ অক্টোবর মঙ্গলবার নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে এ কথা বলেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার () কাজী হাবিবুল আউয়াল।
সিইসি বলেন, আমাদের সঙ্গে যে প্রশ্নগুলো হয়েছে- তারা আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব, কাজ সম্পর্কে জানতে চেয়েছে। আমরা সব কিছু তাদের বোঝাতে পেরেছি।
নির্বাচন কমিশনের দায়িত্ব, নির্বাচন কিভাবে সম্পন্ন করে, সরকারের কাজ কতটুকু, তারা কিভাবে করে, সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় কিভাবে হয় এবং পুরো নির্বাচনী ব্যবস্থাটা আমরা তুলে নিয়ে আসি। এটা তাদের জানিয়েছি। তারা যা যা জানতে চেয়েছে, তারা জেনেছে। এখন তারা জেনে কী করবে সেটা আমরা জানি না। তারা পরে হয়তো দেশে ফিরে গিয়ে সিদ্ধান্ত নেবে।'
আলোচনার মূল বিষয় সম্পর্কে জানতে চাইলে সিইসি বলেন, 'আমি তো বলেছি তারা পর্যবেক্ষণ করতে এসেছে। মূল বিষয় হচ্ছে, তারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়।’
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.