11/22/2024 আফগানিস্তানে ভূমিকম্পে হতাহত বেড়েই চলেছে
মুনা নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৩ ০৫:২৩
আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে হতাহতের সংখ্যা বেড়ে চলেছে। ৮ অক্টোবর রোববার দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মৃতের সংখ্যা ২০৫৩ বলে জানিয়েছে।
এর আগে রেড ক্রিসেন্টের মুখপাত্র এরফানুল্লাহ শারাফজোই রাতে মৃতের সংখ্যা ৫০০ বলে জানিয়েছিল বার্তা সংস্থাটি।
৭ অক্টোবর শনিবারের ওই ভূমিকম্পে ৯২৪০ জন আহত এবং ১৩২৯টি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে আফগান দুর্যোগ মন্ত্রণালয়।
হেরাত প্রদেশের জিন্দা জান জেলায় শনিবার স্থানীয় সময় ১১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কয়েকবার কম্পনের ফলে গোটা এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়।
শুরুতে সংবাদমাধ্যমে ১৫ জন নিহতের খবর আসলেও পর্যায়ক্রমে তা বাড়তে থাকে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মূল ভূমিকম্পটির উৎপত্তি হেরাতের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পরাঘাত হয়েছে। এসব পরাঘাত প্রায় ঘণ্টাখানেক ধরে চলে।
আফগানিস্তানের তালেবান সরকারের এক মুখপাত্র জানান, ভূমিকম্প শুরু হওয়ার পর হেরাতে বাসিন্দারা তড়িঘড়ি বাড়ি ও ভবনগুলো ছেড়ে বের হয়ে আসতে শুরু করে, এ সময় অনেকে হতাহত হন।
ভূমিকম্পে হেরাতের গ্রামীণ ও পার্বত্য এলাকাগুলোতে ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে মুখপাত্র জান সায়েক জানান।
চলতি বছরের মার্চে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় জুর্মে ৬ দশমিক ৫ মাত্রার এক ভূমিকম্পে দেশটিতে ও প্রতিবেশী পাকিস্তানে ১৩ জনের মৃত্যু হয়েছিল। এর আগে গত বছর জুনে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার এক ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল; ২৫ বছরের মধ্যে দেশটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প ছিল এটি।
সূত্র : রয়টার্স
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.