11/23/2024 ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে জোর আলোচনা চলছে : হোয়াইট হাউস
মুনা নিউজ ডেস্ক
৮ অক্টোবর ২০২৩ ০৪:৫৯
ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোর আলোচনা চলছে। ৭ অক্টোবর শনিবার হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
এর আগে শনিবার ভোরে হঠাৎ করে ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস।
৮ অক্টোবর রোববার সকাল নাগাদ যুক্তরাষ্ট্র একটি ঘোষণা দিতে পারে বলে ইঙ্গিত রয়েছে ওই হোয়াইট হাউস কর্মকর্তার বক্তব্যে। তবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষে স্পিকার ম্যাককার্থি সরে যাওয়ায় নেতৃত্বশূন্য হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অস্ত্র সহায়তার বিষয়টি জটিলতা তৈরি করতে পারে। শনিবার হামাসের হামলার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অপরিবর্তিত রয়েছে।’
অন্যদিকে হামাসের আকস্মিক হামলার নেপথ্যে ইরানের ইন্ধন রয়েছে কিনা তা এখনই বলার সময় আসেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইরান হামাসের বৃহৎ পরিসরে এবারের হামলার সঙ্গে ‘সরাসরি জড়িত’ কিনা তা এখনই বলার সময় আসেনি। তবে হামাস যে ইরানের অর্থায়নপুষ্ট তা নিয়ে কোনো সন্দেহ নেই।
শনিবার ভোরের হামাসের হামলার পর ইসরায়েলের ৩০০ জন নিহতের কথা জানা গেছে। অন্যদিকে গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২৩০ জন নিহতের তথ্য জানা গেছে।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.