11/22/2024 সিকিমের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে গ্রাম, বাড়ছে মৃতের সংখ্যা
মুনা নিউজ ডেস্ক
৬ অক্টোবর ২০২৩ ০৩:১২
ভারতের উত্তর সিকিমে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বাড়ছে। চলমান পরিস্থিতিতে তিস্তা নদীর একটি বাঁধ খুলে দেওয়া হয়েছে। এতে তিস্তার পানি প্রবাহ বিপদ-সীমা অতিক্রম করে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। উত্তর সিকিমের একটি গ্রাম পুরোপুরিই ভাসিয়ে নিয়ে গেছে তিস্তা। ওয়াশিংটন পোস্ট এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সিকিমের ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় চারদিকে কেবল কাদামাটির স্তূপ দেখা যাচ্ছে। কোথায় রাস্তা আর কোথায় বাড়িঘর তা বোঝার কোনো উপায় নেই। যত দূর চোখ যায়, চারদিকে শুধুই কাদামাটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে আরও দেখা যায়, নদীর পানির সঙ্গে ভেসে চলেছে অসংখ্য কাঠ। কাঠের বাড়িঘর ভেঙে টুকরা হয়েছে পানির তোড়ে। সেইসব বাড়ির অংশ, ছাদের অংশ, আসবাবপত্র সব ভেসে আসছে। আবার কোথাও কাদামাটির উপরেই স্তূপ হয়ে জমে আছে। কোথাও পরিস্থিতি আবার সম্পূর্ণ অন্যরকম। বাড়িঘরসহ পুরো এলাকা যেন মাটির নিচে চলে গিয়েছে। সেনাবাহিনীর গাড়িও মাটির নিচে আটকে রয়েছে।
এদিকে পানি জমে থাকার কারণে উত্তর সিকিম এলাকার মাটি আলগা হতে শুরু করেছে। বহু জায়গাতেই ধস নামছে। গতকাল বৃহস্পতিবারও একাধিক জায়গায় ধস নামার কথা শোনা গিয়েছে। উত্তর সিকিম এলাকার ২৯ মাইল দীর্ঘ এলাকা এই ধসের কবলে রয়েছে। বাড়িঘরসহ পুরো এলাকা যেন মাটির নিচে চলে গিয়েছে। সেনাবাহিনীর গাড়িও মাটির নিচে আটকে রয়েছে।
এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কতৃৃপক্ষ। বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে ধারণা কার হচ্ছে।
সূত্র : ওয়াশিংটন পোস্ট
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.