11/23/2024 সিরিয়ার সামরিক কলেজে ড্রোন হামলা : নিহত ১০০
মুনা নিউজ ডেস্ক
৫ অক্টোবর ২০২৩ ২১:১৫
সিরিয়ার হোম প্রদেশের একটি সামরিক কলেজে বৃহস্পতিবার ড্রোন হামলায় অন্তত ১০০ জন নিহত এবং আরো ২৪০ জন আহত হয়েছে। তবে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মৃতের সংখ্যা অন্তত ১০০ বলে উল্লেখ করেছে। হামলার সময় কলেজটিতে গ্রাজুয়েশন অনুষ্ঠান চলছিল। কোনো পক্ষ এই হামলার দায়িত্ব গ্রহণ করেনি।
স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ বলেন, নিহতদের মধ্যে সামরিক ব্যক্তি ছাড়াও বেসামরিক নাগরিক এবং ছয় শিশুও রয়েছে। তারা অনুষ্ঠান উপভোগ করতে এসেছিল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে হামলাটি হয়।
তিনি জানান, আহতদের অনেকের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
সিরিয়ার সামরিক বাহিনী এর আগে জানিয়েছিল, বিস্ফোরকবোঝাই কয়েকটি ড্রোন বৃহস্পতিবারের গ্রাজুয়েশন অনুষ্ঠানে আঘাত হানে। তারা হামলাকারীদের নাম উল্লেখ না করলেও জানায়, 'আন্তর্জাতিক বাহিনীর সমর্থনপুষ্ট' যোদ্ধারা এই হামলা চালিয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, অনুষ্ঠান শেষ হওয়ার কয়েক মিনিট আগে এই হামলা হয়।
অনুষ্ঠানের সাজসজ্জার দায়িত্বে নিয়োজিত এক ব্যক্তি জানান, অনুষ্ঠানের শেষ পর্যায়ে লোকজন যখন আঙিনায় নেমে আসে, তখনই হামলাটি হয়। পুরো মাঠে লাশ ছড়িয়ে ছিল।
সিরিয়া থেকে আল জাজিরার জেইনা খোদর বলেন, হামলাটি 'ছিল একটি বড় ধরনের ধাক্কা, সিরিয়া সরকারের ওপর ভয়াবহ আঘাত।'
তিনি বলেন, সরকার-নিয়ন্ত্রিত এলাকার কেন্দ্রবিন্দুতে হয় এই হামলা।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.