11/22/2024 বাংলাদেশে ঋণের অনেক শর্তই অপূর্ণ, তৎপর আইএমএফ
মুনা নিউজ ডেস্ক
৪ অক্টোবর ২০২৩ ০৬:২৩
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ভর্তুকি, রিজার্ভ, ব্যাংক, খেলাপি ঋণ, মুদ্রানীতি, অর্থ পাচার, পুঁজিবাজার ও রাজস্ব পদ্ধতিতে সংস্কারসহ সামগ্রিক অর্থনীতির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আলোচনা শুরু হচ্ছে আজ ৪ অক্টোবর, বুধবার। দাতা সংস্থটির অনেক শর্ত পূরণ ছাড়াই আলোচনার প্রথম দিনে অর্থনৈতিক অগ্রগতি, অর্থ পাচার, মুদ্রানীতি, রিজার্ভের সার্বিক পরিস্থিতি ও ব্যাংকিং বিষয়াবলির ওপর তদারকির বিষয়টি আলোচ্যসূচিতে রয়েছে। তবে প্রথম দিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে সংস্থাটির সফরকালীন কার্যক্রম ও পরিকল্পনার ওপর প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, আইএমএফ দল বাংলাদেশ ব্যাংককে বেঁধে দেওয়া সর্বনিম্ন রিজার্ভের শর্তপূরণ, রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) অর্থ ও অন্য যেসব অর্থ ব্যয়যোগ্য নয়, তা বাদ দিয়ে আন্তর্জাতিক মানদণ্ডের হিসাবে রিজার্ভ গণনা, বাজারভিত্তিক একক রেটে ডলার লেনদেন বিষয়গুলোর বাস্তবায়ন খতিয়ে দেখবে।
এ ছাড়া আর্থিক খাতের সংস্কার, মুদ্রানীতি হালনাগাদ, বাস্তবায়নের দুর্বলতা, নীতির আলোকে সামনের দিনে সম্ভাব্যতা, ট্রেজারি বিলের সুদহার, স্মার্ট সুদহার পদ্ধতি, অর্থনীতিতে নতুন সুদহারের বাস্তব চিত্র বিশ্লেষণে নজরদারি রাখার লক্ষ্য আইএমএফের। পাশাপাশি বন্ড মার্কেট, বিদায়ী অর্থবছরের বন্ড মার্কেট পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে সংস্থাটির প্রতিনিধিদল। এ ছাড়া সঞ্চয়পত্র, ব্যাংক থেকে সরকারের ঋণ গ্রহণের হালনাগাদ তথ্য এবং সঞ্চয়পত্র-সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করবেন আইএমএফের সদস্যরা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, ‘আইএমএফের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের পূর্বনির্ধারিত বৈঠক বুধবার (আজ) শুরু হবে। বৈঠকে সংস্থাটি রুটিন কার্যাবলি ও পরিকল্পনার নানা দিক তুলে ধরে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে। সবশেষে ১৮ অক্টোবর রেপআপ বৈঠকের মধ্য দিয়ে আলোচনা শেষ হবে। তবে এর সঙ্গে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির কী সম্পর্ক, তা আগাম বলা যাচ্ছে না।’
বাংলাদেশ ব্যাংকের অপর একটি সূত্র জানায়, আইএমএফের সঙ্গে মুদ্রা পাচার রোধে চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে আলোচনা হবে। আমদানি-রপ্তানি বাজারের ওপর মুদ্রানীতির প্রভাব, সাম্প্রতিক সময়ে ডলারের রেট পর্যালোচনা নিয়ে আলোচনা করবে দলটি।
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.