11/22/2024 পদ হারানোর ঝুঁকিতে স্পিকার কেভিন ম্যাকার্থি
মুনা নিউজ ডেস্ক
৩ অক্টোবর ২০২৩ ০৩:৩৬
নিজের রাজনৈতিক দল রিপাবলিকান পার্টিতে শক্ত বাধার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থি। এমনকি স্পিকারের পদ খোয়ানোর ঝুঁকি দেখা দিয়েছে তাঁর। নিজ দল রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতা কেভিন ম্যাকার্থিকে স্পিকারের পদ থেকে সরিয়ে দিতে প্রস্তাব উত্থাপন করেছেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম আরও ৪৫ দিনের জন্য চালু রাখা ও শাটডাউন এড়াতে একেবারে শেষ মুহূর্তে কংগ্রেসের উভয় কক্ষে তহবিল বিল পাসের পর থেকে কেভিন ম্যাকার্থি বেশ আলোচনায় ছিলেন।
২ অক্টোবর সোমবার ফ্লোরিডা থেকে নির্বাচিত ডানপন্থী রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের প্রস্তাব উত্থাপন করেন; যদিও এ প্রস্তাব পাস হতে হলে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে। তবে প্রস্তাবটি নিয়ে শিগগিরই ভোটাভুটি হওয়ার সম্ভাবনা কম।
কেভিন ম্যাকার্থিকে অপসারণের এ প্রস্তাব রিপাবলিকান পার্টির রক্ষণশীল অংশ ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের পুরোনো বিরোধকে নতুন করে উসকে দিয়েছে। ম্যাট তাঁর দলের অতি ডানপন্থী অংশের প্রতিনিধিত্ব করেন।
রিপাবলিকান পার্টির এ অংশ ফেডারেল সরকারের অর্থায়ন বন্ধের উদ্যোগ ও দেশকে শাটডাউনের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেই সঙ্গে তারা ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিরোধী। তাদের মতে, এই অর্থ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অভিবাসী ব্যবস্থাপনায় ব্যয় করা যেতে পারে।
গত শনিবার গভীর রাতে আমেরিকান কংগ্রেসের উভয় কক্ষে স্টপগ্যাপ তহবিল বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে শাটডাউন এড়ানো সম্ভব হয়। সেই সঙ্গে এই বিল আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকার নিশ্চয়তা দেয়। তবে এতে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি।
ওই সময় স্পিকার কেভিন ম্যাকার্থি ৪৫ দিনের এ তহবিল বিলের প্রস্তাব দেন। পরে তা কংগ্রেসের উভয় কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ও সিনেটে যথাক্রমে ৩৩৫-৯১ ও ৮৮-৯ ভোটে পাস হয়। প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হবে।
এর পরপরই রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটজ জানান, তিনি স্পিকার কেভিন ম্যাকার্থিকে অপসারণের উদ্যোগ নেবেন। গত রোববার তিনি বলেন, তিনি আশা করছেন, এই প্রস্তাব পাসে রিপাবলিকান আইনপ্রণেতাদের সহায়তা পাবেন।
সূত্র : বিবিসি
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.