03/12/2025 নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে পশ্চিমারা: রাইসি
মুনা নিউজ ডেস্ক
৩ অক্টোবর ২০২৩ ০৩:২৪
পশ্চিমা দেশগুলো এখন নারী অধিকার ইস্যুকে স্বাধীনচেতা দেশগুলোর ওপর চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ২ অক্টোবর সোমবার গণমাধ্যম বিষয়ক অনুষ্ঠানে এ কথা বলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
তিনি বলেন, আসলে কিন্তু পশ্চিমারা নারী অধিকার তথা মানবাধিকারের রক্ষক নয়। এর প্রমাণ হলো পশ্চিমা দেশগুলোতেই ব্যাপকভাবে মানবাধিকার ও নারী অধিকার লঙ্ঘন করা হচ্ছে। অন্যান্য দেশেও তারাই মানবাধিকার লঙ্ঘন করছে।
রাইসি বলেন, পশ্চিমারা ৭০ বছর ধরে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে। আফগানিস্তানে তারা ২০ বছর ছিল। সেই ইতিহাসও হত্যা ও ধ্বংসে ভরপুর।
পশ্চিমারা নিজেদের মিডিয়া সাম্রাজ্যকে ব্যবহার করে সত্যকে বিকৃতভাবে তুলে ধরছে বলে মন্তব্য করেন ইরানি প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, পাশ্চাত্য সত্যকে লুকিয়ে রাখছে কৌশলে। এর মাধ্যমে নব্য জাহিলিয়াতের জন্ম দিচ্ছে তারা।
সূত্র : টিআরটি ওয়ার্ল্ড
A Publication of MUNA National Communication, Media & Cultural Department. 1033 Glenmore Ave, Brooklyn, NY 11208, United States.